করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে অন্ডকোষে আঘাত করে হত্যা, নারীসহ আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অন্ডকোষে আঘাত দিয়ে আব্দুস ছাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ দুইজনকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মোঃ আলতা মিয়া তাদের বাড়ি থেকে ৪শ গজ দূরে ধানের জমিতে সেলু মেশিন দিয়ে পানি সেচ দেয়ার কাজ করছিলেন। সকাল অনুমান ৯টার দিকে একই গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৪২) ছাগলকে ঘাস খাইতে পানির পাইপের কাছে দেন। এতে সাত্তার মিয়া ও আলতা মিয়া ছাগলে পানির পাইপ নষ্ট করে ফেলবে বললে রোকেয়া বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়। পাশের জমিতে কাজ করতে থাকা রোকেয়া বেগমের স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লা ও তার ভাই মোঃ নুরু উল্লাহ এগিয়ে এসে আব্দুস সাত্তার ও আলতা মিয়ার সাথে হাতাহাতি ও ধাক্কাধাক্কির শুরু করে এবং ধাক্কায় আব্দুস সাত্তার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর বলেন, লাশের অন্য কোন জায়গায় আঘাত না পেলেও অন্ডকোষে বড় ধরনের আঘাত পাওয়া গেছে, অন্ডকোষ দিয়ে বির্য বের হতে দেখা গেছে।

বাহুবল মডেল থানার ওসি মো: জাহিদুল ইসলাম ওই নারীসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ