রবিবার, ১১ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
চুনারুঘাট প্রতিনিধিঃজাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।
(৩ ফেব্রুয়ারী)সোমবার দৈনিক যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুরুল হক কবীর এর কাছ থেকে নিয়োগ পত্র ও পত্রিকার আইডি কার্ড গ্রহন করেন তিনি।
দীর্ঘ দিন গণমাধ্যম কর্মী হিসাবে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু দৈনিক সংগ্রাম,দৈনিক খোলা কাগজ ,দৈনিক খোয়াই পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি ও দৈনিক তরফবার্তা পত্রিকার বার্তা সম্পাদক,দৈনিক আয়না পত্রিকার সহকারী সম্পাদক সহ বর্তমানে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকাসহ কয়েকটি অনলাইন পত্রিকায় সততা ও সুনাম এর সহিত কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকতা করতে গিয়ে হত্যা,চাঁদাবাজি,নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক গুলো মামলা ও কারা নির্যাতন সহ্য করে এ পর্যন্ত আসতে হয়েছে তাকে।
এ ছাড়াও তিনি চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম এর ২ বার সভাপতি ও বর্তমানে প্রেসক্লাব চুনারুঘাট এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ব্যাক্তিগত জীবনে স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক।
পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।