রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর কাউন্সিলে প্রাথমিক শিক্ষকদের জয়জয়কার ।
স্কাউটিং কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কমিশনার , সম্পাদক ও বোষাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন। বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম অনুসারে কমিশনার এবং কোষাধ্যক্ষ পদে কাব শাখা অথবা স্কাউট শাখা থেকে নির্বাচিত বা সুপারিশকৃত নিয়োগ পেতে পারেন। স্কাউট শাখার কোন ইউনিট লিডার বা গ্রুপ সভাপতি সম্পাদক পদে নির্বাচন করতে পারেন ।
হবিগঞ্জ সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট এর পাশাপাশি স্কাউট শাখাও খোলা হয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ সদর উপজেলার সম্পাদক পদে নির্বাচিত হন । কাব এবং স্কাউট শাখার আড়াই শতাধিক কাউন্সিলর এর উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কমিশনার পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আব্দুল বাছিত। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন গদাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, খন্দকার সোহেল আহমদ। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মহি উদ্দিন শিহাব। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা গুলনেহার , রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, আছিপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম,
আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিটন মিয়া ।
গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জারসীন আফসার, পূর্বআনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগম ।
উল্লেখ্য, প্রতিটি স্কাউট ও কাব ইউনিটের ইউনিট লিডার এবং সভাপতি ছিলেন কাউন্সিলর। তারা ভোটাধিকার প্রয়োগ করে কমিটির বিভিন্ন পদে লোক নির্বাচিত করেন।
উক্ত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ সদর, রঞ্জন কুমার দে, এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক অফিসার , এডহক কমিটির সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, উপজেলা রিসোর্স সেন্টার হবিগঞ্জ সদর এর ইন্সট্রাক্টর মোহাম্মদ জাহির মিয়া তালুকদার, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার কাজী কামাল উদ্দিন ।
কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত সদস্যগণের নাম উপস্থিত কাউন্সিলের সামনে ঘোষণা করেন।
এডহক কমিটির রেজুলেশন করার মাধ্যমে নতুন কমিটি স্কাউটিং কার্যক্রম বেগবান করার কাজ শুরু করতে পারবেন।