চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামে আরাধনা পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল শ্রীশ্রী সরস্বতী মায়ের পূজা অর্চনা ও অঞ্জলি প্রদানের মাধ্যমে শিশু কিশোরদের কবিতা আবৃত্তি, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সংগীতানুষ্ঠানে এ আয়োজন সমাপন হয়।
এদিকে, রোববার দুপুর দেড়টায় বড়াইল গ্রামের বাসিন্দা দৈনিক সংবাদ পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি শংকর শীলের বাসভবনে শ্রীশ্রী সরস্বতী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে।