রবিবার, ১১ মে ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আতিক মিয়া (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করে পরিবারের কেউ কিছু বলতে পারছে না।
বুধবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলার দাউদনগর গ্রামে মাছেঘাটের দক্ষিণ পাশে একটি গাছ থেকে ঝুলন্ড লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আতিক মিয়া একই গ্রামের আমিন মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, রাতে যেকোনো সময় আতিক মিয়া রশি নিয়ে গাছের ঢালের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে গ্রামের মানুষ ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে অবগত করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।