করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে মামলার ভয় দেখিয়ে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ের নাইন মার্ডারে জড়ানোর ভয় দেখিয়ে যুবদল নেতা পরিচয় দিয়ে  চাঁদাবাজি করতে গিয়ে নবীগঞ্জের এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়েছে বিএনপির নেতা কর্মীরা। পরে তাকে পুলিশে সুপর্দ করা হয়।

শুক্রবার ২৪ জানুয়ারী রাত ৮ টার দিকে বাহুবল উপজেলার নতুন বাজারে এ ঘটনা ঘটে। আটক যুবক নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে সোহাগ মিয়া (২৫)।

ভাদেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক মিয়া চৌধুরী জানান, আটক সোহাগ মিয়া বেশ কিছু দিন ধরে তাদের ওয়ার্ড মেম্বার কাজল মিয়া সহ কয়েক ব্যক্তিকে বানিয়াচংয়ের ৯ মার্ডার মামলার আসামির ভয় দেখিয়ে যুবদল- ছাতদলের নেতা পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।

এ তথ্য জানতে পেরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহাগকে খুজতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার রাত ৮ টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা সোহাগকে আটক করে।

তার আটকের খবর পেয়ে প্রতারিত নারী পুরুষ নতুন বাজরে ঘটনা স্থলে ছুটে যান এবং তাদের অভিযোগ তুলে ধরেন। এসময় সোহাগ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং এহেন কর্ম ভবিষ্যতে করবে না মর্মে প্রতিশ্রুতি দেয়।
এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার কাজল মিয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তার নিকট থেকেও ১৪ হাজার ৫ শ টাকা নিয়ে গেছে।
হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ জানান, সোহাগ যুবদলের কেউ নয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ