কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি জহর লাল দত্ত।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সম্পাদক আফরোজ আহমদ।
আলোচনায় অংশ গ্রহণ করেন নিরঞ্জন দেব, প্রনীত রঞ্জন দেবনাথ, সমরেন্দ্র সেন গুপ্ত, পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ, মোনায়েম খান, হামিদা খাতুন ও দেবাশীষ মল্লিক প্রমুখ।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে নিরঞ্জন দেব কে সভাপতি ও মোনায়েম খানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী কমিটি গঠন করা হয়।