রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে তারুণ্যের উৎসব, পিঠা মেলা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক মো. সাইফুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, প্রফেসর মো. মুজিবুর রহমান ও সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার।
গণিত বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল জানান, দেশীয় সংস্কৃতি ও শীতের ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে নানা স্বাদের বাহারি নকশার পিঠাপুলির পসরা সাজায় কলেজের শিক্ষার্থীরা। বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইতিহাস বিভাগ, গণিত বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, একাদশ, দ্বাদশ, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি প্লাটুনসহ মেলায় ১২টি স্টলে শতাধিক রকমের পিঠার পসরা সাজান শিক্ষার্থীরা।