করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বুরো বাংলাদেশ কর্তৃক ৪শ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি)  উপজেলার আদমপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ে বুরো বাংলাদেশ কমলগঞ্জ শাখার আয়োজনে চা শ্রমিক শীতার্তদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুরো বাংলাদেশ মৌলভীবাজার এলাকা ব্যবস্থাপক কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মিজানুর রহমান,  মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান,  মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাওলানা নুরুল মুক্তাকিম জুনায়েদ,  প্রেসক্লাব সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,  কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওনসহ বুরো বাংলাদেশ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মাধবপুর চা বাগানের ৪০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ