পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল মসজিদের ইমাম ও সভাপতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান ভূইয়া, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল হান্নানসহ বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বিভিন্ন ধরনের গুজব, চুরি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে নিজনিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদেরকে বলা হয়।