রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) শ্রীমঙ্গল থানার এএসআই মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখাঁন রোড থেকে সিআর-১০/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আহাদ মিয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ সিন্দুরখান রোডের মৃত মো. বারেছ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।