করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে সভা র‍্যালী অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন  নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জুনায়েদ আলম, নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীনুল আলম, নবীগঞ্জ সমাজসেবা অধিদফতরের রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থা রাইয়াপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. নোমান হোসাইন প্রমুখ।

পরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রোগীদের মধ্যে ৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এবং নবীগঞ্জ রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দস সামাদ, সহসভাপতি মো. মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার ও নবীগঞ্জ রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব বিদ্যুৎ দাশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ