করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ, হবিগঞ্জ : আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক অলিউল্লাহ নোমান বলেছেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেনি। সাংবাদিকরা ছিলেন অবরুদ্ধ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সাংবাদিকরা মুক্তি পেয়েছি।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের কাছে আমার প্রত্যাশ বাংলাদেশে ভবিষ্যতে যেনো আর কোনো ফ্যাসিবাদ না আসে। সাংবাদিকদের কলম যেনো আর অবরুদ্ধ রাখা না হয়। আমাদের কথা বলার অধিকার যেনো কেউ কেড়ে না নেয়।

হবিগঞ্জে সাংবাদিকতা বিকাশে সকল শ্রেণি পেশার মানুষকে সাংবাদিকদের পাশের দাড়ানোর আহ্বান জানান এই গুণী সাংবাদিক।

এর আগে সকাল ১১টায় জেলার সকল সাংবাদিকদের মিলনমেলায় পরিনিত হয় হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ। বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি রুহুল হাসান শরিফ, শোয়েব চৌধুরী, মোঃ ফজলুর রহমান, চৌধুরী মোঃ ফরিয়াদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এতে বর্ণিল সাজে সাজানো হয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব এলাকা। সবুজ, নীল রঙের বাতির আলোয় সেজেছিল চারপাশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ