করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত ২৭ ডিসেম্বর রাত ১১টার দিকে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের সদস্য গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন বিরামচর ও কাজিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রোববার সকালে সংবাদপত্রে পাঠানো বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি জানায়।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামের আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২), শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৪), হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের তৈয়ব আলীর ছেলে রহমত আলী (৩২ এবং সিলেট ওসমানীনগর উপজেলার থানাগাঁও গ্রামের আলাই মিয়ার ছেলে সুজন মিয়া ওরফে হৃদয় (২২)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তাদের হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ