করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার  (২০ ডিসেম্বর) পৌরসভার ৮নং ওয়ার্ডের শ্রী শ্রী কালীবাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গলে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হবে। কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষ খুঁজে বের করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণের কাজ চলছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর চয়ন রায়ের  সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান জরিপ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, বিএনপি নেতা এমদাদুল হক, টিটু দাস, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ