করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক চাপায় প্রিতম সরকার নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃ্ত্যু হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে অপর এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

 

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত প্রিতম উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভুবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ একই এলাকার নিতাই সরকারের ছেলে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ