রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক চাপায় প্রিতম সরকার নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃ্ত্যু হয়েছে। এ ঘটনায় সৌরভ সরকার নামে অপর এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতম উপজেলার পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভুবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহত সৌরভ একই এলাকার নিতাই সরকারের ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।