পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে তিনদিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক, ফরহাদ মিয়া, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়সহ রাজনৈতিক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কৃষকবৃন্দ।
তিনব্যাপি অনুষ্ঠানে ১৬টি স্টল বসে।