রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাণী পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি ও প্রীতি সম্মিলন, মোড়ক উন্মেচন অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ন সচিব মো: নজরুল ইসলাম।
পত্রিকার সম্পাদক মইনুল হাসান রতনের সভাপতিত্বে সহযোগি সম্পাদক মিজানুর রহমান সুমন ও বার্তা সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ডেপুটি চিফ রিপোর্টার, আমারদেশ সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, এসএস কমিউনিটিকেশন বিডি প্রোপাইটর আজহারুল ইসলাম,শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজাল আলী প্রমূখ।
পরে সেরা প্রতিনিধিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।