বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৫ টাকা টমটম ভাড়া বেশি চাওয়াকে কেন্দ্র করে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দু’গ্রামবাসীর ৪ ঘন্টা ব্যাপী রক্ষক্ষয়ী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুড়িয়ে দেয়া হয়েছে ২০টিরও অধিক দোকান পাঠ। এ থেকে রেহাই পায়নি মাছের আড়ৎও। পুড়িয়ে দেয়া হয়েছে একটি পিকআপ ও একটি ট্রাক। এ ঘটনায় ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সংঘর্ষে থাকা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে।
জানা যায়,বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের আজমান মিয়ার ছেলে অটোচালক সালমান (২০) ও সাতপাড়িয়া গ্রামের মৃত আব্দুর নুর মিয়ার ছেলে সাজিদ তালুকদার (৫৫) মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়। অটোচালক ১৫ টাকা দাবী করেন যাত্রী ১০ টাকা দেন। এ নিয়ে উপস্থিত লোকজন বিষয়টি মিমাংশা করে দেন। ঘটনার কিছুক্ষন করে অটোচালক তার কিছু নিকটআত্নীয়দের নিয়ে অটোযাত্রী সাতপাড়িয়া গ্রামের যাত্রী সাজিদ মিয়াকে এলোপাতাড়ি মারধোর করেন। এলাকায় ছড়িয়ে পড়ে ভেড়াখাল গ্রামের মৎস্যজীবি সম্প্রদায়ের উপর হামলা চলছে। এ খবর পেয়ে কবিরপুর, মুদাহরপুর নোয়াঐ সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন মৌছাক এলাকায় এসে সাতপাড়িয়া গ্রামের লোকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়।
এ সময় উত্তেজিত জনতা মৌছাক এলাকায় থাকা প্রায় ২০টির মত দোকানে হামলা লোটপাঠ করে, এক পর্যায়ে দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়। মাছের আড়তে থাকা একটি ট্রাক ও পিকআপে আগুন ধরিয়ে দেয়া সংঘর্ষকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
শুরু থেকে সংঘর্ষ থামাতে চেষ্টা করে বাহুবল মডেল থানা পুলিশ। এসময় ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করেন, পরে সেনাবাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থতিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীস চন্দ্র দেব নাথ জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছি, প্রায় ৭৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থতি স্বাভাবিক হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।