করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে সাংবাদিক নওরোজ চৌধুরী আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক অগ্নিশিখা পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি নওরোজুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন জানান- নওরোজুল ইসলাম চৌধুরী ১৯৮৯ সালে প্রেসক্লাবের সদস্যভূক্ত হন এবং বিভিন্ন সেশনে ক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী বলেন, নওরোজুল ইসলাম চৌধুরী গত তিন সেশনে আমার সাথে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন সাংবাদিকতার পাশাপাশি একাধিকবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ