সোমবার, ১২ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আ: রউফ এর পুত্র।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো: সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র জনতার উপর হামলার ও সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান- ৪ঠা আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সে এজাহার ভুক্ত আসামি।