করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে ছাত্রলীগ নেতা বাবু গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা আহবায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮)  গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আ: রউফ এর পুত্র।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো: সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

জানা যায়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র জনতার উপর হামলার ও সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান- ৪ঠা আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সে এজাহার ভুক্ত আসামি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ