সোমবার, ১২ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তিন মাদক সেবনকারীকে ১৫০ টাকা জরিমানা ও ৩ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মনিকা সিনেমা হলের সামন থেকে তিন মাদক সেবনকারীকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস তাদের কারাদন্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- লাখাই উপজেলার বামঐ গ্রামের মৃত কদম আলীর পুত্র দুলাল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের খলিল মিয়ার পুত্র আবু সাহিদ (২৫), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মজলিশ মিয়ার পুত্র মুজিবুর রহমান (৫৫)।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা মতে তিন মাদক সেবনকারীকে কারাদন্ড দেওয়া হয়েছে।