করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত বিপ্লব রায় চৌধুরী হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় বিপ্লব রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরীর সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে পৌর যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার হবিগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দেলোয়ার হোসেনকে ৪ নম্বর যুগ্ম-আহ্বায়ক করা হয়। এরই প্রেক্ষিতে বিপ্লব রায়কে একা পেয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হলো।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ রায় জানান, যুবলীগ নেতাকে মারাত্মকভাবে জখম হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ