সোমবার, ১২ মে ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরে পূবালী ব্যাংক পিএলসি এর এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন রোডে তালুকদার মার্কেটের নিচতলায় পূবালী ব্যাংক পিএলসি এর এটিএম/সিআরএম বুধ ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোঃ মুশফিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি মহাব্যবস্থাপক মোঃ সরওয়ার আলম, শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক দেওয়ান আরিফুল রহমান, উপশাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান নূর, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম, মাওলানা আব্দুস শহিদ, সাংবাদিক কামরুল হাসানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
প্রধান অতিথি জানান- গ্রাহকের বিশেষ সুবিধা দেওয়ার জন্য চব্বিশ ঘণ্টা এই এটিএম ও সিআরএম বুথে টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা যাবে। এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে অত্র অঞ্চলের গ্রাহকদের সেবার নতুন দ্বার উন্মোচিত হল।