করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহদের স্মরণে সভা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) সংবাদদাতা : 
রোববার সকালে জহুর চান বিবি মহিলা কলেজে “বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ” এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন প্রভাষক মো.  শাহীন মিয়া ।
বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করে জান্নাতুল ফেরদৌস জেমি, সামিয়া জাহান।
প্রধান অতিথি বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যে সকল শিক্ষার্থী, জনতা এখনো অসুস্থ তাদের সুস্হতা কামনা করেন এবং সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সুচিকিৎসার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সমাজে যাতে আর কোনভাবেই বৈষম্য তৈরি হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের উন্নত নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ