করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাট ডিসিপি হাই স্কুলে মাদক-ইভটিজিং বিরোধী মতবিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের(ডিসিপি)শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নজরুল ইসলাম।

মঙ্গলবার( ২৬ নভেম্বর) দুপুর ১২টায় ডিসিপি স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তৈয়বা খাতুন।প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি মোঃ নজরুল ইসলাম।মতবিনিময়ে উপস্থিত বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি বলেন,কোন শিক্ষার্থীদের যদি কোন বখাটে উত্যক্ত করে অথবা অন্যায়ভাবে কেউ হয়রানি করে তাহলে থানায় গিয়ে অভিযোগ করতে কোন চেয়ারম্যান-মেম্বার লাগবেনা।সরাসরি ভুক্তভোগীরা থানায় গিয়ে অভিযোগ করতে পারবেন।থানার দোয়ার সবার জন্য উন্মুক্ত।শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি বলেন,কোন শিক্ষার্থী যেন মাদকে জড়িয়ে না পড়ে।মাদকের ভয়াল থাবায় শিক্ষার্থীসহ যুব সমাজ ধ্বংস হয়ে যায়।

 

সুতরাং মাদক থেকে দূরে থাকতে হবে।কোন শিক্ষার্থী যদি মাদকে জড়াতে চায় অথবা জড়িয়ে পড়ে তাকে দ্রুত বুঝিয়ে সেই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে শিক্ষকদের উদ্দেশ্যে কথা বলেন তিনি।এছাড়াও মাদক থেকে দূরে থাকতে এবং লেখাপড়া করে সুন্দরজীবন গড়তে অভিভাবকদেরও সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।স্কুল আঙিনায় কোন মাদকসেবীদের আনাগোনা টের পেলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবগত করলে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন ওসি।মতবিনিময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল,মোঃ এমদাদুল হক চৌধুরী,সাইফুর রহমান,বশির আহমেদ,ইলিয়াছ আহমেদ, নাবিনুল হক নাবিন,মামুন মিয়া,আক্তারুজ্জামান,কাউছার আহমেদ, রুকন উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ