করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জ চারণ কবি গীতিস্বামী গোকুলানন্দ সিংহের জন্মবার্ষিকী উদযাপন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৮ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 মঙ্গলবার(২৬ নভেম্বর)  উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির সহযোগিতায় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
র‍্যালি শেষে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল শাফিনের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, বিশিষ্ট লেখক শ্রী সুরেন্দ্র কুমার সিংহ, মণিপুরী সমাজের পন্ডিত শ্রী ধনকৃষ্ণ অধিকারী, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ, প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  নির্মল এস পলাশ, উপেন্দ্র সিংহ প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে।
গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।
পরে  মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ