রবিবার, ১১ মে ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাওঁ গ্রাম থেকে মোস্তাকিম মিয়া (১৭) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
রবিবার ( ২৪ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানাগেছে। নিহত মোস্তাকিম মিয়া মৃত জাফর মিয়ার পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মোস্তাকিম মিয়া রাত সাড়ে ৯ টার দিকে ঘরের বাহিরে প্রাকৃতিক কাজ শেষে ঘরে ফেরার সাথে সাথেকে বা কারা পিছন দিক থেকে তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এসময় তার প্রবাসী ভাইদের স্ত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন শুনতে পেয়ে ছুটে এসে মোস্তাকিম মিয়ার রক্তাক্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মৃত মোস্তাকিম মিয়ার দু ভাই প্রবাসে থাকেন।
দু ভাইয়ের স্ত্রী ও মা`কে নিয়ে মোস্তাকিম মিয়া বাড়ীতে থাকেন। সে পেশায় একজন রাজমিস্ত্রী। ঘটনার দিন তার মা বাড়ীতে ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
অপর একটি সুত্রে জানাযায়, একই গ্রামের জনৈক রায়হান মিয়ার সাথে মোস্তাকিমের ভাইয়ের বউয়ের পরকীয়া সম্পর্ক থাকার বিষয়টি জানতে পারে মোস্তাকিম। রায়হানকে তাদের বাড়িতে আসতে নিষেধ দিয়ে ছিলো সে। এই কারনে কয়েক দিন আগে রায়হান মোস্তাকিমকে আটকও করেন। তাই প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এই পরকীয়ার কারনেই মোস্তাকিমকে হত্যা করা হতে পারে।