শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ব্রাজিলে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে এএফপি। ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি গভীর খাদে পড়েছিল বাসটি।
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে কর্তৃপক্ষ।