রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উক্ত কলেজের নাম পরিবর্তন করা হয়। নতুন নামকরণ করা হয়েছে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।