রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তিন মাদক সেবনকারীকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১৫০ টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে রেলওয়ে কলোনীতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস তিন মাদক সেবনকারীর বিরুদ্ধে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত নুর মিয়ার পুত্র ওয়াহেদ মিয়া (৪০), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মৃত শাহদাত আলীর পুত্র ইউনুছ আলী(৫৬), সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র কামাল মিয়া (৩০)।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ হিমাংশু ঘোষ জানান- হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে তিন মাদকসেবনকারীকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর ধারা ৩৬(৫) এর ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জনপ্রতি ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়।