করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ৩১৬ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।

রোবাবর বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানায় এক প্রেস কনফারেন্স করেন (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন- রোববার (১৭ নভেম্বর) ভোরে তারা গোপন সূত্রে খবর পান যে উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর বাজারস্থ মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকালে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি থেকে উদ্ধার করা হয় ৩১৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি। আটক করা হয় পাচারের সাথে জড়িত ৩ জনকে।

আটককৃতরা হল- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর পুত্র রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের পুত্র আশিক মিয়া (২২)।

ওসি বলেন- প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চুনারুঘাট,হবিগঞ্জ
তাং- ১৭/১১/২০২৪

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ