করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট বিভাগে ডেঙ্গুর হটস্পট হবিগঞ্জ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: সিলেট বিভাগে ডেঙ্গুর হটস্পট হচ্ছে হবিগঞ্জ জেলা। এ পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এ জেলাতেই। সিলেট বিভাগের প্রবেশমুখ এ জেলাতে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় কিছুটা অস্বস্তিতে স্বাস্থ্য বিভাগ। তবে আশার কথা হলো; সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

গতকাল ঢাকা থেকে আসা এক রোগীকে আইসিইউতে ভর্তি করা হলেও রাতে জানা গেছে তার শারীরিক অবস্থা ভালোর দিকে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেছেন; সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ ছাড়া সব জেলাতেই ডেঙ্গু পরিস্থিতি ভালো। তবে নভেম্বর পর্যন্ত এ নিয়ে সতর্ক থাকতে হবে। এ মাসেই সাধারণত ডেঙ্গু বেশি ছড়ায়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে- বৃহস্পতিবার পর্যন্ত গত সাড়ে ১১ মাসে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২২৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৬ জন, সুনামগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন ও হবিগঞ্জে ১২৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে হবিগঞ্জে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন- কাছাকাছি জেলা হওয়ার কারণে এ জেলার লোকজন বেশি ভ্রমণ করে থাকেন ঢাকাতে। ফলে ট্রান্সমিশন খুব সহজেই হয়ে যায়। আর হবিগঞ্জ শিল্পাঞ্চল থাকার কারণে ঢাকার সঙ্গে মানুষের যাতায়াতও বেশি। এ কারণে এ জেলা সিলেট বিভাগের ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে।

এজন্য স্বাস্থ্য বিভাগকে হবিগঞ্জের দিকে নজর দিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. আনিসুল ইসলাম গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন- বাইরে থেকে লোকজন বেশি হবিগঞ্জে আসেন আবার চলে যান। এ জেলায় বাইরের মানুষেরও যাতায়াত বেশি আছে। ফলে হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি। কিন্তু সেটি উদ্বেগজনক নয়। এরপরও স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সচেতনতা বাড়ানোর ওপর তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তরা যাতে স্বাস্থ্যসেবা পান সে বিষয়টির ওপর জোর দেয়া হয়েছে। এদিকে প্রায় প্রতিদিনই সিলেট বিভাগের কোথাও না কোথাও ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। পুরো বিভাগে গত ১৪ দিনে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে ১৪ হাসপাতালে চিকিৎসাধীন। আর শেষ চব্বিশ ঘণ্টায় বিভাগে শনাক্ত হয়েছেন ৪ জন। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি। বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন। সিলেট সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম রয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে- দুই মাস আগে থেকে সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গুর লার্ভা অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। বিশেষ করে দক্ষিণ সুরমায় চালানো হয় অভিযান।

নগরের সাড়ে ৬ হাজার বাসাবাড়ি ও স্থাপনাতে এ কার্যক্রম চালানো হয়েছে। এতে ডেঙ্গুর লার্ভার উপস্থিতি পাওয়া যায়। করা হয় জরিমানা। দক্ষিণ সুরমা হচ্ছে সিলেট নগরের প্রবেশমুখ। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণ সুরমায় লোকজন বেশি আসেন। এ ছাড়া পরিবহন চালকদের অবস্থান থাকে এখানে। এ কারণে ডেঙ্গুর লার্ভা দক্ষিণ সুরমাতেই বেশি পাওয়া যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বর্তমানে অনুসন্ধান কার্যক্রম বন্ধ রয়েছে। নভেম্বরে তারা নতুন করে কার্যক্রম শুরু করতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন- সিলেটে এখন পর্যন্ত যেসব ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন তাদের অনেকেরই ট্র্যাভেল হিস্ট্রি বাইরে থেকে আসার কারণে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া- আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে কেউ কেউ আক্রান্ত হয়েছেন। তিনি বলেন- সিলেট নগর এলাকায় যাদের সাধারণ জ্বর হয় তাদেরকেও আমরা ডেঙ্গু পরীক্ষার পরামর্শের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিনামূল্যে পরীক্ষার সুযোগ দিচ্ছি। নভেম্বর জুড়ে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে জানান তিনি। জানান- ঢাকা থেকে আসা একজন রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে ওসমানী হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। রাতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ