করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ৬জন গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক পৃথক অভিযানে ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নভেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই শহিদুল ইসলাম, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. আনোয়ার হোসেন, এএসআই মো. নজরুল ইসলাম পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর নং-১০৪/২২ (শ্রীঃ) এর সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামি জেরিন চাবাগানের উমা শংকর কাহার এর ছেলে উত্তম কাহার (২৮), জিআর নং-৩৬/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত রতন মল্লিক এর ছেলে  সুমন বাল্মিকি দাস ওরফে সুমন দাস (২৩), রাধানগর লিচুবাড়ী এলাকার জিআর ১৬০/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি মো, মচনু মিয়ার ছেলে মোজাক্কিও হোসাইন রাফি (২৮, সিন্দুরখান ইউনিয়নের চারমারী গ্রামের নুরুল ইসলামের ছেলে জামাল মিয়া সে জিআর নং-৩৮৮/১৯ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত আসামি এবং নুরুল ইসলাম বাদশা জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়াও গত বৃহস্পতিবার এসআই আরিফুল ইসলাম ভূইয়া অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা বাগান থেকে জিআর মামলায় সাজপ্রাপ্ত আসামি দুলাল সবরের ছেলে পিযুষ সবরকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ