করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে দুই ইউপি সদস্যের লোকজনের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

তাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নজরুল ইসলাম তার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পাটি বাঁধ দিয়ে মাছ ধরতে যান।

এ সময় তাতে বাধা দেন আমিনুল ইসলাম ও তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে লুৎফুর রহমান (৬০), কুদ্দুছ মিয়া (৫৫), জয়নাল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), আক্তার হোসেন (২৫), মাখন মিয়া (৩৫), জিলাউর রহমান (৩৭), কামাল মিয়া (৩৫), আউয়াল মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), মোশাহিদ মিয়া (৩২), মিজানুর রহমান (২০), জালাল মিয়া (৪০), ইলিয়াছ মিয়া (৫০), মইন উদ্দিন (৩৫), মানিক মিয়া (৫০), সুয়েব আলী (৫০), রনি মিয়া (৩০), খোকন মিয়া (৩০), এখলাছ মিয়া (৪০), ইদু মিয়া (৪০), সালাউদ্দিন (৩০), আমির মিয়া (৩৫), জনি মিয়া (২৫), বাপ্পী (২৪), হোসেন মিয়া (৭০), জাকির মিয়া (৩৫), কাশেম মিয়া (৩৫), ফেরদৌস আহমদে (৩০), সুমন মিয়া (৪০), নাজমুল (২৫), হান্নান মিয়া (৪০), রাসেল মিয়া (৩০), সুজন মিয়া (২৪), শাহ আলম (৪০), হাফিজুর রহমান (২০), সাহিদ মিয়া (৪০), সাইফুল (৪০), কুদ্দুস (২৪), রায়হান মিয়া (২২), হারুণ মিয়া (৩০), শামীম (৩৫), মাহফুজ (৩৮), রুহুল আমিন (৪০), আব্দুল গফুর (৬৫), কাজল মিয়াকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। একটি পুকুরে পাটি বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ