করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

২ মাস ধরে মজুরি নেই চা শ্রমিকদের, শ্রম অধিদপ্তর ঘেরাও : রাস্তা অবরোধ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
পিন্টু দেবনাথ  : দীর্ঘ ২ মাস ধরে এনটিসির  মালিকাধীন ১৮টি চা বাগানে মজুরির দাবীতে চা শ্রমিকরা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম অধিদপ্তরে রবিবার (৩ নভেম্বর)  সকাল থেকে ঘেরাও কর্মসূচি পালন করে চা শ্রমিকরা।
পরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সড়কে বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মুখে রাস্তা অবরোধ করা হয়। রাস্তা অবরোধের ফলে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিনের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বর্তমান সহসভাপতি পংকক কন্দ, সাধারণ সম্পাদক নৃপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালেন্দি, মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরী, সাবেক ইউপি সদস্য রাজেশ নুনিয়া, ইউপি সদস্য নুরুল হক,  চা শ্রমিক নেতা মোবারক হোসেন, প্রদীপ পালসহ আরো অনেকে।
পরে চা শ্রমিকরা যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন।
চা শ্রমিক নেতারা বলেন, আগামী বুধবারের মধ্যে মজুরি না পেলে কঠোর আন্দোলনে কর্মসূচিতে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ