করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামকস্থানে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি আব্দুল আজিজ ট্রাকের চালক।  তিনি ঘটনাস্থলেই মারা যান।  আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌এটিএম মাহমুদুল হক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নুরপুর এলাকায় সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিতালি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল আ‌জিজ নিহত হন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ