করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মা-মেয়ে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো বাহুবল উপজেলার নোয়াই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতলা ভবনের ঘরে আসামীরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে বাসার বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকার (৮) হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।

বিজ্ঞ আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে উপরোক্ত রায় দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ