করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদক ব্যবসায়ী যুবক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে গাজা পাচারের সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৫) নামে এক যুবক মারা গেছেন। নিহত যুবকের শরীরে ও মোটরসাইকেল এ প্রায় ২০ গাজা পাওয়া যায়।

রোববার (২৭ অক্টোবর) ভোরে দিবাগত রাতে এঘটনা ঘটে। এতে আজগর আলী (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন।

নিহত যুবক চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোর রাতে জাকির হোসেন ও আজগর আলী রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল যোগে গাজা পাচারের সময় ঢাকা সিলেট মহাসড়কের দিনারপুর কলেজের সামনে অজ্ঞাত ট্রাক একটি ধাক্কা দেয় দিয়ে চলে যায়। এতে জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় আজগর আলী গুরুতর আহত হন। পরে তাদের শরীর ও মোটরসাইকেল এর ভিতর থেকে ২০কেজি গাজা উদ্ধার করা হয়। আহত আজগর আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ