সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার( ২৭ অক্টোবর) সকাল ১০ টায় হবিগঞ্জ পৌরসভার মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান সিতুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান কাজল, এম জি মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক এমরান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান সুমন ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ নেতৃবৃন্দ।