সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: জুলাই-আগষ্টের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী স্বাধীন মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করেছে পৌর ছাত্রলীগের নেতা সারোয়ার হোসেন এ্যানি।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে রেলওয়ে পার্কিং এলাকায় এঘটনাটি ঘটেছে। এঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। রক্তাত্ত স্বাধীন মিয়া উপজেলা ছাত্রদল কর্মী।
আহত ছাত্রদলকর্মী স্বাধীন মিয়া জানান- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার জের ধরে আমাকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা এ্যানি। এ্যানি ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীও। তাকে পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু দুইদিনেই সে জামিনে বের হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীলিপ কান্ত নাথ ছাত্রদল কর্মী রক্তাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান- তাকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিম মৌখিক অভিযোগ দিয়েছে। এঘটনায় মামলা হবে।