রবিবার, ১১ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচজন জেনারেল ম্যানেজারকে চাকরিচ্যুত এবং সমিতির ১০ সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্ল্যাক আউট কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার কারনে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনতার হস্তক্ষেপে তিন ঘন্টা পর বিদ্যুৎ সচল করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ এর সদর দপ্তর শায়েস্তাঞ্জে জড়ো হন সমিতির কর্মচারীরা। সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। হঠাৎ ব্ল্যাক আউট হলে স্থানীয় লোকজন পল্লী বিদ্যুৎ অফিসের গেইটে উপস্থিত হয়ে বিদ্যুৎ চালু করার দাবি তুলেন।
খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে সেনাবাহিন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন হাজির হন।