করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে কৃষককে কুপিয়ে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সাথে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে গ্রামের পূর্ব এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ