করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে চা বাগানে শারীরিক প্রতিবন্ধীকে গলাকেটে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রেমা চা বাগানের ১নং লাইনের দোকান ঘরে এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এসময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাঙা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ড্রয়ারের টাকা লুট করার সময় হয়তো জালাল মিয়া বাধা দিলে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে মর্গে প্রেরণ করেছে। অপরাধী সনাক্তের জন্য গোয়েন্দা তৎপরতা চলছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ