রবিবার, ১১ মে ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু ছাগল ছড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
হাসপাতালে থাকা ওই গ্রামের মুরুব্বী জব্বার মিয়া বলেন, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তর পাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে কবরস্থানে গরু ছাগল ছড়ানো যাবে না, ইতিমধ্যে বাউন্ডারিও দেয়া হয়েছে তারপরেও সোনাহরের লোকজন গরু ছাগল ছড়ায়। আজ সকালে এ বিষয়ে তাজুল কথা বললে সোনাহরের ভাইসহ কয়েকজন তার উপর হামলা করে, এ সময় ফিকলের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে আছি,বিষয়টি জেনে আপনাদের জানাই।