করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক, প্রাইভেটকার জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে বিজিবি।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির টহল দল এই অভিযান চালায়।

অভিযানকালে ভারতীয় ৪৭ বোতল ভারতীয় মদ, ৬ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইলে জব্দ করা হয়।

আটককৃতরা হলো- নরসিংদী জেলার নরসিংদি সদর উপজেলার আটপাইকা গ্রামের আব্দুল কাদিরের পুত্র ওয়ায়দুল্লাহ (৩৪) ও একই থানার নগর বানিয়াদী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র মামুন মিয়া (২৬)।
অভিযানকালে অপর কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।

আটককৃতদের থানায় হস্তান্তরের পর মাধবপুর মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ