করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের ওয়ার্ল্ড অক্টোবর সার্ভিস পালিত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম ও লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সির আয়োজনে দিন ব্যাপী ওয়ার্ল্ড অক্টোবর সার্ভিস ২০২৪ পালিত হয়েছে।

রবিবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নোয়াগাঁও জালালাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সার্ভিস পোগ্রাম শুরু হয়।

দিনব্যাপী পোগ্রামে রক্তের গ্রুপ নির্ণয়,ডায়বেটিস পরীক্ষা,উচ্চ রক্তচাপ পরীক্ষা,চোঁখ পরীক্ষা ও ঔষুধ বিতরণ ও ফলজ গাছের ছারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার বিতরণ, শিক্ষা সামগ্রী ও গাছের ছারা তুলে দেয়া হয়।

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের প্রেসিডেন্ট লায়ন মীর একেএম জমিলুন্নবী ফয়সলের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন মইনুদ্দিন খানের পরিচালনায় উক্ত পোগ্রামে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মো: আশরাফ হোসেন খান হীরা, লেডি ডিজি লায়ন ফাতেমা খাদের হুমা, পিডিজি লায়ন মুজিবুল হক চুন্নু, পিডিজি লায়ন শফিকুল আজম ভূইয়া, কেবিনেট সেক্রেটারী আহসানা আক্তার, ডিষ্ট্রিক্ট রিডিং এ্যাকশমন চেয়ারপার্সন লায়ন লিটন মিয়া, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন রফিক মিয়া ঢাকা ক্লাবের লায়ন লিডার,লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের লায়ন লিডার ও নিও বৃন্দরা।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ