সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :সিরাতুন্নবী সা. উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের বাহুবল উপজেলা শাখার আয়োজনে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বাহুবল বাজারে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ সিরাজুল ইসলাম।
যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেক, সাবেক থানা শিবির সভাপতি মোস্তফা আল হোসাইন ও শিবির সাবেক জেলা সভাপতি হাফেজ মিজানুর রহমান।
সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোঃ শাহজাহান আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সহকারী জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারী কাজী আব্দুর রউফ বাহার, হবিগঞ্জ জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফ আলী, হবিগঞ্জ জেলা শিবির সভাপতি রবিউল হাসান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল প্রমুখ৷
মাহফিলে নাশিদ পরিবেশন করেন সিলেট দিশারী শিল্পীগোষ্ঠী ও হবিগঞ্জের খোয়াই সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠীরা।