• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে গ্যাসের পাইপ লাইন লিকেজ করে আগুন, আতংক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজার মসজিদের কাছে গ্যাস লাইনের পাইপ লিকেজ করে বিকট শব্দে আগুন ধরে যায়। স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বিদ্যুৎ চলে যায়।

রোববার (২৯ সেপেম্বর) রাত ৮টার দিকে এঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিকের লোকজন গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় স্থানীয় লোকজনের সাথে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহির আহমেদ সোহেল সহ অনেকেই। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আরিফুর রহমান জানান- ঘটনাস্থল বিপদমুক্ত হলেও পাইপ লিকেজ দিয়ে গ্যাস বের হচ্ছে। লিকেজ বন্ধ না করলে বড় ধরণের ঘটনা ঘটতে পারে।

এদিকে হবিগঞ্জ গ্যাস অফিসের লোকজন গিয়ে লিকেজ পাইপ বন্ধ করে বিপদমুক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ