• Youtube
  • English Version
  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে অজ্ঞাত লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত নামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পিবিআই এর একটি টিম আসতেছে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের বিষয়টি জানান, পরে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানার এসআই সোহেল ছুরত হাল রিপোর্ট তৈরি করেন।

উপস্থিত লোকজন ধারনা করছেন লাশটিকে দুই দিন আগে হত্যা করে ফেলে রেখে গেছে। লাশ পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।

ঘটনাস্থলে থাকা বাহুবল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, তাৎক্ষনিক তার পরিচয় জানা যায়নি, পরিচয় নিশ্চিতে পিবিআইয়ের একটি টিম কাজ করছে। লাশে আঘাতের চিহৃ রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ